খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ টি২০ দল ঘোষণা

পাকিস্তান সিরিজের জন্য টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে রয়েছে বেশ কিছু পরিবর্তন। নিকট অতীতে একসাথে এতোগুলা পরিবর্তন দেখা যায়নি।

লিটন দাস ও সৌম্য সরকারঃ একইসাথে বাদ পড়লেন দু’জন। তবে শুধু টি২০ থেকে বাদ দেয়া হয়েছে তাদের। তারা রাডারেই থাকবেন। পারফর্ম করলে আবার দলে দেখা যাবে।

মুশফিকুর রহিমঃ অনেকদিন ধরেই টানা খেলার ভিতরে আছেন মুশফিক। এদিকে সামনে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ৪টি টেস্ট। সেখানে অন্য সিনিয়রদের পাওয়া যাবে না। তাই সতেজ মুশফিককে পাওয়ার জন্য পাকিস্তানের সাথে টি২০ থেকে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে।

তামিম ইকবালঃ পুরো বছরেই ইনজুরির সাথে যুদ্ধ চলছে তামিম ইকবালের। বিশ্বকাপের আগে সেরে উঠলেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লীগ খেলতে গিয়ে আঙ্গুলে চিড় ধরে। নতুন করে অনুশীলন শুরু করলেও পেস বলে ব্যাথা হতো। পরীক্ষা করে একই জায়গায় আবারো চিড় পাওয়া গেছে। তাই শুধু টি২০ না, টেস্ট থেকেও দূরে থাকতে হচ্ছে তামিমকে।

সাকিব আল হাসানঃ ইনজুরির কারনে বিশ্বকাপের মাঝেই সরে যেতে হয়েছে সাকিবকে। এখনো ইনজুরির সমাধান হয়নি।

সাইফউদ্দিনঃ বিশ্বকাপে পাওয়া চোট থেকে এখনো পুনর্বাসন হয়নি।

আকবর আলীঃ দলের সবচেয়ে বড় চমক। বিশ্বকাপজয়ী অনূর্ধ-১৯ দলের অধিনায়ক। ভবিষ্যতের উইকেট-কিপার হিসেবে এখন থেকেই দলের আবহে রেখে প্রস্তত করার চিন্তা।

এছাড়া প্রথমবারের মতো টি২০ দলে ডাক পেয়েছেন ওপেনার সাইফ হাসান, মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধূরি এবং পেসার শহিদুল ইসলাম। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নেই রুবেল হোসেন।

বাংলাদেশ দলঃ

  • মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),
  • সাইফ হাসান,
  • নাঈম শেখ,
  • নাজমুল হোসেন শান্ত,
  • আফিফ হোসেন ধ্রুব,
  • শেখ মেহেদী হাসান,
  • নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক),
  • আমিনুল ইসলাম বিপ্লব,
  • মুস্তাফিজুর রহমান,
  • শরিফুল ইসলাম,
  • তাসকিন আহমেদ,
  • শামীম হোসেন পাটোয়ারি,
  • নাসুম আহমেদ,
  • ইয়াসির আলী চৌধুরী,
  • শহিদুল ইসলাম,
  • আকবর আলী