খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

আইপিএল ২০২২ এ ব্যাঙ্গালোরের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার

মেগা অকশন এর পর অনুষ্ঠিত হবে আইপিএল ২০২২। খুব সম্ভবত এপ্রিল থেকে জুলাই এর মধ্যে অনুষ্ঠিত হবে আগামী আইপিএল। আর সেজন্য শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ নতুন করে ঘোচাচ্ছে আইপিএল দলগুলো।

রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর, আইপিএল এ ভিরাট কোহলির দল বলেও পরিচিত, আগামী আইপিএল এর জন্য তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারত জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। এতোদিন ব্যাঙ্গালোরের প্রধান কোচ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। এখন থেকে মাইক হেসন ব্যাঙ্গালোরের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন হিসেবে দায়িত্ব পালন করবেন।

সঞ্জয় বাঙ্গার এর আগে আইপিএল-এ ২০১০ সালে কোচি টুসকার্স এর দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৪ সালে পাঞ্জাবের সহকারি কোচ হিসেবে নিয়োগ পেলেও পরে হেড কোচ হিসেবে প্রমোটেড হোন। সেবারই পাঞ্জাব নিজেদের সর্বোচ্চ সফলতা, আইপিএল এর ফাইনাল খেলেন এবং কলকাতার কাছে হেরে যান। তিনি ৩ বছর পাঞ্জাবের কোচ ছিলেন। তিনি ব্যাটিং কোচ বা সহকারি কোচ হিসেবে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের দায়িত্বে ছিলেন যার মধ্যে ২০১৬ সালের জিম্বাবুয়ে সফরে হেড কোচের দায়িত্ব পালন করেন।

ভারতের সেরা ব্যাটিং কোচদের একজন হিসেবে মনে করা হয় সঞ্জয় বাঙ্গারকে। ভিরাট কোহলি, রোহিত শর্মা, অজঙ্কা রাহানে সহ অনেক ভারতীয় খেলোয়াড় তাদের ব্যাটিং এর উন্নতির জন্য বাঙ্গারকে কৃতিত্ব দেন।