খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

অনিল কুম্বলে-পাঞ্জাব কিংস সম্পর্কের ইতি

সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলের সাথে সম্পর্ক শেষ করেছে পাঞ্জাব কিংস। ক্রিকইনফোর এক প্রতিবেদন অনুসারে চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন করা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংসের বোর্ড অব ডিরেক্টরস।

২০০৮ সালে আইপিএল এর শুরু থেকেই কিংস ইলিভেন পাঞ্জাব নামে খেলছে। পরবর্তীরে নাম পরিবর্তন করে পাঞ্জাব কিংস রাখা হয়। নাম পরিবর্তন হলেও ফলাফল পরিবর্তন হয়নি পাঞ্জাব কিংসের। পয়েন্টস টেবিলে ৬নম্বরকে সম্পত্তি করে ফেলা এই দলটির বোর্ডে আছেন, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী, ব্যবসায়ি নেস ওয়াদিয়া, মোহিত বর্মন, করন পল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সতীশ মেনন।

অনিল কুম্বলে ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হোন ২০১৬ সালে। ১ বছর জাতীয় দলের দায়িত্ব শেষে মেন্টর হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স এ কাজ করেন। এর পর ২০২০ সালে ৩ বছরের জন্য পাঞ্জাব কিংসের দায়িত্ব নেন কুম্বলে। ৩ সিজনে ৪২টি ম্যাচে তার অধীনে পাঞ্জাব ১৮টি ম্যাচে জয় এবং ২২টি ম্যাচে পরাজিত হয়। এছাড়া ২টি ম্যাচ ড্র করে। ২০২০ সাল থেকে এটি আইপিএল ইতিহাসের সবচেয়ে বাজে ফর্মের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে যেখানে সবার শেষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সিজনদলঅবস্থান
২০২০
২০২১
২০২২১০

যোগ দেয়ার সময় ৫ মৌসুমে ৫ম কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন অনিল কুম্বলে। পাঞ্জাব কিংসের সাথে যে যে কোচেরা কাজ করেছেন তারা হলেন,

সিজনকোচ
২০০৮-২০১০টম মুডি
২০১১মাইকেল বেভান
২০১২অ্যাডাম গিলক্রিস্ট
২০১৩ড্যারেন ল্যামেন
২০১৪-২০১৬সঞ্জয় বাঙ্গার
২০১৭বীরেন্দ্র শেবাগ
২০১৮ব্র্যাড হজ
২০১৯মাইক হেসন
২০২০-২০২২অনিল কুম্বলে