তারিখঃ | ১০ জুন ২০২৪ইং |
টুর্নামেন্টঃ | ভারতের জিম্বাবুয়ে সফর ২০২৪ |
ম্যাচ নংঃ | ৩ |
ম্যাচঃ | জিম্বাবুয়ে বনাম ভারত টি২০ |
ভেন্যুঃ | হারারে স্পোর্টস ক্লাব, হারারে |
সর্বশেষ ৫ মুখোমুখিঃ
১. ৭ জুলাই ২০২৪
২. জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী।
৩. ভারত ৭১ রানে জয়ী।
৪. ভারত ৩ রানে জয়ী।
৫. ভারত ১০ উইকেটে জয়ী।
সর্বশেষ ৫ ম্যাচঃ
জিম্বাবুয়ে | ভারত |
---|---|
বনাম ভারত | বনাম জিম্বাবুয়ে |
জয় বনাম ভারত | হার বনাম জিম্বাবুয়ে |
জয় বনাম বাংলাদেশ | জয় বনাম দক্ষিণ আফ্রিকা |
হার বনাম বাংলাদেশ | জয় বনাম ইংল্যান্ড |
হার বনাম বাংলাদেশ | জয় বনাম অষ্ট্রেলিয়া |
হেড টু হেডঃ
জিম্বাবুয়ে | ভারত | |
---|---|---|
ম্যাচ | ||
জয় | ||
হার | ||
ফলাফল নেই | ||
ঘরের মাঠে জয় | ||
০ | নিরপেক্ষ মাঠে |
#ZimvInd টাইমলাইনঃ
টসঃ
রানঃ
ফলাফলঃ
সেরা খেলোয়াড়ঃ
সিরিজের অবস্থাঃ
জিম্বাবুয়ে বনাম ভারত ৩য় টি২০ ম্যাচের স্কোরকার্ড
ম্যাচ অফিসিয়ালসঃ
আম্পায়ারঃ
টিভি আম্পায়ারঃ
রিজার্ভ আম্পায়ারঃ
ম্যাচ রেফারিঃ
স্কোয়াডঃ
ভারত: শুভমান গিল দলের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে রয়েছেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা এবং রিয়ান পারাগ। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল। মধ্যম সারির ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ঋঙ্কু সিং এবং সাই সুধারসন। অল-রাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াশিংটন সুন্দর। পেস আक्रमণে থাকবেন আভেশ খান, মুকেশ কুমার, খলিল আহমেদ। স্পিন আক্রমণের হাল ধরবেন রবি বিষ্ণুই। এছাড়াও দলে রয়েছেন জিতেশ শর্মা, তুষার দেশপাণ্ডে এবং হর্ষিত রানা।
জিম্বাবুয়ে: জিম্বাবুয়ে দলের নেতৃত্বে থাকবেন সিকান্দার রাজা। ওপেনিংয়ে থাকবেন তাদিওয়ানাশে মারুমানি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন ব্রায়ান বেনেট, জনথান ক্যাম্পবেল, ইনোসেন্ট কাইয়া এবং ডায়ন মায়ার্স। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন ক্লাইভ মাদান্দে। অল-রাউন্ডার হিসেবে দলের হয়ে খেলবেন ওয়েসলি মাধেভেরে, লুক জঙ্গুয়ে এবং ব্র্যান্ডন মাভুটা। পেস আक्रमণের জওয়াল থাকবেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং টেন্ডাই চাতারা। স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়াও দলে রয়েছেন ফারাজ আক্রাম এবং আন্তুম নাকভি।