বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারনে নাসুমের সমালোচনা হলেও, বর্তমানে বিভিন্ন ঘটনা সামনে আসায় নাসুমের বাদ পড়া স্বভাবিকের বদলে অস্বাভাবিক মনে হচ্ছে অনেকের কাছেই। তাই নাসুমের বিষয়ে আলাদা করে ব্যাখ্যা দিতে হলো নির্বাচক হাবিবুল বাশার সুমনকে।
দলের স্ট্র্যাটেজির সাথেও নাসুমের বাদ পড়ার সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে সুমন বলেন, ‘নাসুম তো সাদা বলে নিয়মিত খেলছিল। তাকে আমরা দেখেছি অনেক। নাসুম যে খুব খারাপ করেছে, তা বলব না। তবে ওর কাছ থেকে আমরা যেটা চাচ্ছিলাম, উইকেট শিকার করা, সেটা সাম্প্রতিক সময়ে পাচ্ছিলাম না। হ্যাঁ, ওকে একটা ভূমিকা পালন করতে বলা হয়েছিল, আক্রমণ করার চেয়ে একটু রান বাঁচানো। তবে এরকম একজনকেও আমাদের দরকার, যে উইকেট নিতে পারে।‘
‘এখন যে ফরম্যাট, মাঝখানে উইকেট নিতে না পারলে রান বাঁচানো কঠিন হয়। তিনশর বেশি রান হয়েই যায়। এজন্যই মনে হয়েঝে, এমন একজনকে দেখে চেষ্টা করি, যে মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারে।‘
লেগ স্পিনার রিশাদকে নিয়ে ট্রাই করার পিছনেও নাসুমের বাদ পড়ার কারন রয়েছে। এ বিষয়ে তিনি যোগ করেন, ‘বিশ্বকাপের পারফরম্যান্স কিছুটা ভাবনায় রেখেছি আমরা অবশ্যই। তবে আমরা এখন চাচ্ছি একজন আগ্রাসী বোলার, সত্যি বলতে। যে কি না আমাদের উইকেট এনে দেবে। দেখুন আমরা রিশাদকেও নিয়েছি। কারণ সবাই অনুভব করছে যে, একজন রিস্ট স্পিনার আমাদের গড়ে তোলার দরকার।‘
‘আমরা কিন্তু শেখ মেহেদীকেও ওয়ানডে দলে নিইনি। কারণ ওই কন্ডিশনে অর্থোডক্স স্পিনারদের পারফম্যান্স আশাব্যঞ্জক নয়। সেজন্যই আমরা ভিন্ন কিছু চেষ্টা করছি। অবশ্যই লেগ স্পিনার নিয়ে অনেক কথা হয় আমাদের। আমরা আশা করছি যে, আমাদের যে চাহিদা, রিশাদ তা পূরণ করতে পারবে। মাঝের ওভারগুলোয় আমরা যদি উইকেট নিতে না পারি, বড় টুর্নামেন্ট খেলতে গেলে রান বাঁচানো খুব কঠিন হয়ে যায়।‘
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর |