খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ ১ম টি২০ স্কোর – ২১ মে ২০২৪ইং

তারিখঃ২১ মে ২০২৪ইং
সিরিজঃবাংলাদেশ দলের যুক্তরাষ্ট্র সফর ২০২৪ইং
ম্যাচ নংঃ১ম টি২০
ম্যাচঃযুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ টি২০
ভেন্যুঃপ্রেয়াইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স, হোস্টন
সময়ঃযুক্তরাষ্ট্র সকাল ১০টা, বাংলাদেশ রাত ৯টা।
সিরিজ হোম২য় টি২০৩য় টি২০

টসঃ যুক্তরাষ্ট্র, ফিল্ডিং।
রানঃ বাংলাদেশ ১৫৩/৬ বনাম যুক্তরাষ্ট্র ১৫৬/৫।
ফলাফলঃ যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচঃ হারমিত সিং
সিরিজঃ যুক্তরাষ্ট্র ১ – ০ বাংলাদেশ।

বাংলাদেশব্যাটিংরানবল
লিটন দাসএলবিডব্লিউ জেসি১৪১৫
সৌম্য সরকারক্যা কুমার ব টেইলর২০১৩
নাজমুল শান্তস্ট্যা মোনাঙ্ক ব টেইলর১১
তৌহিদ হৃদয়ক্যা টেইলর ব আলী৫৮৪৭
সাকিব আল হাসানরান আ (টেইলর/হারমিত)১২
মাহমুদুল্লাহ রিয়াদক্যা কুমার ব সৌরভ৩১২২
জাকের আলীঅপরাজিত
অতিরিক্ত১২ (লেগ ১, ওয়াড ৬, নো ৫)
মোট৬ উইকেট, ২০ ওভার১৫৩১২৫১২

ব্যাট করেনিঃ মাহেদী হাসানমুস্তাফিজুর রহমানরিশাদ হোসেনশরিফুল ইসলাম

উইকেটঃ ৩৪/১ (লিটন, ৪.৩), ৩৪/২ (সৌম্য, ৫.১), ৫১/৩ (শান্ত, ৭.২), ৬৮/৪ (সাকিব, ১১.২), ১৩৫/৫ (রিয়াদ, ১৮.৪), ১৫৩/৬ (হৃদয়, ১৯.৬)

যুক্তরাষ্ট্র বোলিংমেরাইকোwdনো
সৌরভ নেত্রভাল্কার২৭৬.৮
আলী খান৪৯১২.৩
জেসি সিং৩০১০.০
স্টিভেন টেইলর৩.০
কোরি অ্যান্ডারসন১০৫.০
হারমিত সিং২৭৬.৮

টার্গেটঃ ২০ ওভারে ১৫৪ রান।

যুক্তরাষ্ট্র ব্যাটিংবিস্তারিতরানবল
স্টিভেন টেলরক্যা রিয়াদ ব মুস্তাফিজ২৮২৯
মোনাঙ্ক প্যাটেলরান আউট (শরিফুল)১২১০
এন্ড্রি গৌসক্যা মুস্তাফিজ ব রিশাদ২৩১৮
অ্যারন জোন্সক্যা শান্ত ব মুস্তাফিজ১২
নিতিশ কুমারক্যা হৃদয় ব শরিফুল১০১০
কোরি অ্যান্ডারসনঅপরাজিত৩৪২৫
হারমিত সিংঅপরাজিত৩৩১৩
অতিরিক্তবাই ৪, লে ১, ওয়া ৭১২
মোট৫ উই, ১৯.৩ ওভার১৫৬১১৭

ব্যাট করেনিঃ আলী খান, জেসি সিং, নষ্ঠুস কেনজিগে, সৌরভ নেত্রাভাল্কার

উইকেটঃ ২৭/১ (মোনাঙ্ক, ৩.১), ৬৫/২ (গৌস, ৮.৩), ৭৫/৩ (টেলর, ১১.২), ৭৮/৪ (জোন্স, ১১.৪), ৯৪/৫ (নিতিশ, ১৪.৫)

বোলিংমেরাইকোওয়াইড
মাহমুদুল্লাহ২.৩২০৮.০
শরিফুল৩১৭.৮
শেখ মেহেদী২৭৬.৮
সাকিব১৬৫.৩
মুস্তাফিজুর৪১১০.৩
রিশাদ১৬৮.০

আম্পায়ারঃ জের্মাইন লিন্ডো (ফিল্ড), সমির বন্দেকার (ফিল্ড), ভিজয়া মালেলা (টিভি), আদিত্য গাজ্জার (রিজার্ভ)
রেফারিঃ ডেনাভন হেইলস

বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, আফিফ হোসেন।

যুক্তরাষ্ট্র স্কোয়াডঃ আরন জোন্স, নিতিশ কুমার, শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেইলর, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, শাদলে ভ্যান স্ক্যালেক, এন্ড্রিস গৌস, মোহাঙ্ক প্যাটেল, আলী খান, জাসদীপ সিং, নস্থুজ কেনজিগে, সৌরভ নেত্রভাল্কার