খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

জাতীয় দলের নতুন কোচ আবাহনীর লেমোস

আবাহনী লিমিটেডের ফুটবল দলের প্রধান কোন মারিও লেমোসকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মাসে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষে চার জাতি টুর্নামেন্ট-এ অংশ নিতে যাওয়া জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে তার উপর।

কাগজে-কলমে বর্তমানে জাতীয় দলের কোচ জেমি ডে। তার মেয়াদ আগামী বছরের মাঝমাঝি পররযন্ত। কিন্ত তার কাজে সন্তুষ্ট না থাকায় গত মাসে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দায়িত্ব দেয়া হয়েছিল বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজোনকে। এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল বসুন্ধরা এবার তাকে আর ছাড়বে না। কিন্ত শেষ পর্যন্ত ১৩ মাস টানা কাজ করে ক্লান্ত থাকায় তিনি অপারগতা প্রকাশ করেন। তাই এবার যাওয়া হয়েছে আবাহনীর কাছে।

এ নিয়ে ৩ মৌসুম আবাহনীর দায়িত্বে আছেন লেমোস। এর মধ্যে এএফসি কাপেও আবাহনী খেলেছে লেমোসের অধীনে। তবে আবাহনীর দায়িত্বে থাকলেও মারিও লেমোসকে প্রথম এনেছে বাফুফে’ই। জাতীয় দলের ট্রেনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল তাকে। পরবর্তীতে তার সাথে চুক্তি শেষ হলে আবাহনী তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়।