খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

লংকা প্রিমিয়ার লীগ – এলপিএল ২০২৪

এলপিএল ২০২৪ হচ্ছে লংকা প্রিমিয়ার লীগের ৫ম আসর। সর্বপ্রথম ২০২০ সালে এর প্রথম আসর অনুষ্ঠিত হয়। এরপর ২০২১, ২০২২ এবং সর্বশেষ ২০২৩ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টঃলংকা প্রিমিয়ার লীগ
শর্ট নেমঃএলপিএল
বর্তমান আসরঃএলপিএল ২০২৪
অংশগ্রহণকারী দলঃ
শুরুঃ১লা জুলাই ২০২৪ইং
শেষঃ২১ জুলাই ২০২৪ ইং

অংশগ্রহণকারী দলঃ

এলপিএল ২০২৪ এ ৫টি দল অংশ নিবে। ডাবল রাউন্ড লীগ পদ্ধতিতে তারা পরস্পর দুবার করে মুখোমুখি হবে। এবং পরবর্তীতে প্লেঅফ অনুষ্ঠিত হবে।

ক্যান্ডি ফ্যালকন্স
কলম্বো স্ট্রাইকার্স
ডাম্বুলা সিক্সার্স
গল মার্ভেলস
জাফনা কিংস

ম্যাচ শিডিউল

২০২৪ লংকা প্রিমিয়ার লীগ ১লা জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ২১ দিনে ২৪টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৯টি ভেন্যুতে এই ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ ফিক্সচার দেখতে এখানে ক্লিক করুন

ভেন্যুঃ

এবারের আসরের ২১টি ম্যাচ ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেগুলো হলঃ

পাল্লাকেল্লেপাল্লাকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়াম
ডাম্বুলাডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম
কলম্বোআর.প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো

এলপিএল ২০২৪ স্কোয়াডঃ

লংকা প্রিমিয়ার লীগের ৫ম আসরে পাঁচটি দলে প্রায় একশত এর অধিক খেলোয়াড় অংশ নিবে। সম্পূর্ণ স্কোয়াড দেখতে ক্লিক করুন।

সর্বোচ্চ রানঃ

সর্বোচ্চ উইকেটঃ