নতুন করে এইচপি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। ২১ মে থেকে আগামী মধ্য সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা, বগুড়া ও রাজশাহীতে চলবে এই ক্যাম্প। ক্যাম্পের জন্য ২৫ জন খেলোয়াড়ের ডাক পড়েছে যাদের অধিকাংশ অনূর্ধ ১৯ এর। এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, পুষ্টি ও খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন ও আইন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন নিয়ে শেখানো হবে।
এইচপি ক্যাম্পের খেলোয়াড় তালিকাঃ
ওপেনিংঃ মাহফুজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।
মিডল অর্ডারঃ আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।
অলরাউন্ডারঃ মাহফুজুর রহমান রাব্বী, শেখ পারভেজ জীবন।
স্পিনারঃ রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।
পেসারঃ রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান, রোহানত দৌলা বর্ষণ।