খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

১, বাংলাদেশ বনাম পাকিস্তান – ত্রিদেশীয় সিরিজ ২০২২

বিস্তারিতঃ

ম্যাচের তথ্যঃ

  • টসঃ বাংলাদেশ, ফিল্ডিং
  • রানঃ পাকিস্তান ১৬৭/৫ বনাম বাংলাদেশ ১৪৬/৮।
  • ফলাফলঃ পাকিস্তান ২১ রানে জয়ী।
  • ম্যান অব দ্যা ম্যাচঃ মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
স্কোরবোর্ড দেখতে ক্লিক করুন

পাকিস্তানঃ

  • সর্বশেষ ৫ম্যাচঃ হার, হার, জয়, জয়, হার
  • স্কোয়াডঃ মোহাম্মদ বাবর (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, আসিফ আলি, ইফতিকার আহমেদ, খুশদিল আহমেদ, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নেওয়াজ, মুহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রীদি, হারিস রউফ, নাসিম শাহ, হায়দার আলী, উসমান কাদির।
  • ফল অব উইকেটঃ ৫২/১ (বাবর আজম, ৭.১), ৯৪/২ (শান মাসুদ, ১২.৫), ১১১/৩ (হায়দার, ১৪.৬), ১৩৬/৪ (ইফতিখার, ১৭.২), ১৫৪/৫ (আসিফ, ১৮.৫)

বাংলাদেশঃ

  • সর্বশেষ ৫ ম্যাচঃ জয়, জয়, হার, হার, হার
  • একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, মুহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত।
  • ফল অব উইকেটঃ ২৫/১ (মিরাজ, ৪.২), ৩৭/২ (সাব্বির, ৫.৫), ৮৭/৩ (লিটন, ১২.৩), ৮৭/৪ (মোসাদ্দেক, ১২.৪), ৯৯/৫ (আফিফ, ১৩.৬), ১০১/৬ (সোহান, ১৪.৫), ১১৯/৭ (তাসকিন, ১৮.১), ১১৯/৮ (নাসুম, ১৮.২)