আগামী ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ ও একদিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। টি২০ অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করাম’কে।
গত মাসে টি২০ অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন টেম্বা বাভুমা। তাই এইডেন মার্করাম তার বদলে নতুন অধিনায়ক হলেন। অধিনায়কত্ব ছাড়ার পর এবার টি২০ দল থেকেই বাদ পড়লেন টেম্বা বাভুমা। তবে একদিনের সিরিজে তিনিই অধিনায়ক থাকছেন।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরচুইন, রেজা হেনড্রিকস, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, আন্দিলে ফিকোয়া, ত্রিস্তান স্টাবস, লিজাড উইলিয়ামস, রেসি ফন ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরচুইন, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রেইজ শামসি ও ত্রিস্তান স্টাবস।