ইনজুরিতে আক্রান্ত পেসার হাসান মাহমুদের বদলে দলে জায়গা পেলেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। গত শুক্রবার অনুশীলনের সময় ডান পায়ের অ্যাংকেলে চোট পান হাসান মাহমুদ।
হাসান মাহমুদ বাদ হয়ে গেলেও অন্যদিকে নুরুল হাসান সোহান এশিয়া কাপে খেলতে পারবেন কিনা এখনো নিশ্চিত না। নির্দিষ্ট সময়ের ভিতর তিনি সেরে উঠবে কিনা তা নিয়ে এখনো সন্দিহান টিম ম্যানেজমেন্ট।
নাঈম বর্তমানে বাংলাদেশ এ দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। সেখান থেকে তিনি সরাসরি দুবাইয়ে দলের সাথে যোগ দিবেন। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবেন ৩০শে আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।