এশিয়া কাপের স্কোয়াডের ইনজুরিতে আক্রান্ত পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি‘র বদলে জায়গা পেলেন মোহাম্মদ হাসনাইন। তিনি দলে নাশিম শাহ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফের সাথে ৫ম পেসার হিসেবে যোগ দিবেন।
২২ বছর বয়সী হাসনাইন এর আগে ১৮টি আন্তির্জাতিক টি২০ খেলে ৭.৯০ ইকোনোমি রেটে ১৭উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি কোয়েট্টা গ্লাডিয়েটর, সিডনি থান্ডার এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৮২ টি২০ তে ৮.৫১ ইকোনোমি রেটে ১০০ উইকেট নিয়েছেন।
বর্তমানে হাসনাইন যুক্তরাজ্যে দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে রয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি দুবাইয়ে দলের সাথে যোগ দিবেন। এছাড়াও আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ এবং উসমান কাদির মঙ্গলবার দলের সাথে যোগ দিবেন। তারা নেদারল্যান্ড সিরিজ খেলা দলের মূল অংশের থাকে যোগ দিবেন।
এশিয়া কাপ ২০২২ তে পাকিস্তানের প্রথম খেলা আগামী ২৮শে আগস্ট, দুবাইতে ভারতের বিপক্ষে।
এশিয়া কাপের জন্য পাকিস্তান স্কোয়াডঃ
বাবর আজম (ক্যাপ্টেন), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসমান কাদির, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।