খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

ড্রাফটের আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চমক

মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। তিন বছর পর বিপিএলে ফিরেও বরাবরের মতোই খেলোয়াড় নেয়ার ক্ষেত্রে চমক দেখাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লেয়ার্স ড্রাফটের আগে দেশি খেলোয়াড়দের মধ্যে সরাসরি সাইনিংয়ে দলে নেয় মোস্তাফিজুর রহমানকে।

এবার ড্রাফটের আগে তিন তারকা ক্রিকেটারকে নিয়ে চমক দেখাল দুইবারের চ্যাম্পিয়ন দলটা। সরাসরি সাইনিংয়ে তিন বিদেশি তারকা ফাফ ডু প্লেসি, সুনীল নারিন ও মঈন আলীকে নিয়েছে দলে।

দলটির ফ্যান পেজ থেকে রোববার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি, ক্যারিবীয় স্পিনার সূনীল নারিন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে দলে নেয়ার বিষয়টি।

এদিকে সোমবার, ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের বিপিএলে দল গঠনে পরিবর্তন এসেছে কিছুটা। গত আসরগুলোতে একাদশে বিদেশি খেলোয়াড় নেয়া হতো চারজন। এবার সেটি নামিয়ে আনা হয়েছে তিন জনে। যদিও প্রতিটি দল সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। সেক্ষেত্রে ড্রাফটের বাইরে তিনজন খেলোয়াড় নিতে পারবে।

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। এবারও ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল। তিন ভেন্যু ঢাকা চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে মোট ৩৪টি ম্যাচ।