প্রায় এক বছর হতে চলল মাশরাফী বিন মোর্ত্তজাকে দেখা যায় না বাইশ গজে। ২০২০ সালের মার্চে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই জাতীয় দল থেকে অনেকটা দূরে টাইগারদের সফল অধিনায়ক।
তবে গতবছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরলেও এরপর আর খেলেননি কোনো ফরম্যাটেই। আসছে আরেকটা বিপিএলের আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবার শিরোপাজয়ী সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আবারও ফেরার অপেক্ষায় ক্রিকেটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স আকরাম খান অনেকটা পরিষ্কার করেই জানিয়ে দিলেন, বিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মাশরাফী।
বুধবার গণমাধ্যমে আকরাম খান বলেছেন, ‘হ্যাঁ, মাশরাফী তো বিপিএলে খেলবে। না খেলার কারণ নেই। ও (মাশরাফি) খেললে বিপিএলের আকর্ষণ অনেক বেড়ে যায়।’
গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেছিলেন ৯ মাস বিরতির পর। জেমকন খুলনার হয়ে চার ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। সেমিফাইনালে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে দলকে তুলেছিলেন ফাইনালে; যা সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ছিল মাশরাফীর।
আকরাম খান বলেছেন, ‘মাশরাফি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি, ওর সঙ্গে খেলাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। ও অনেক অভিজ্ঞ। ও অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভ করেছে। ও খেলা মানে আকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায় বিপিএলে। যেহেতু ও আমাদের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড়। আমার মনে হয়, যারা ওর সঙ্গে খেলতে পারবে, তারা সত্যিই সৌভাগ্যবান।’