আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ফুটবলে শুরুটা হতাশার হতে পারত পিএসজির। প্রথমার্ধে গোল খেয়ে বসে, এক পর্যায়ে পয়েন্ট হারানোর উপক্রম হয়েছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। শেষ দিকে গোল করে পিএসজিকে রক্ষা করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার গোলে অঁজের জয় তুলে নেয় পিএসজি।
পাক দি ফ্রাঁসে গত শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি অঁজের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি। প্রতিপক্ষের খেলোয়াড় ফুলগিনির গোলে পিছিয়ে পড়ার পর পেরেইরার গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর শেষ দিকে জয়সূচক গোলটি করেন এমবাপ্পে।
এদিন বল দখলে পিএসজি আধিপত্য রাখে পিএসজি। ৭৩ ভাগ সময় বল দখলে রেখে ১৩ টি শট নেয় তারা। যার মাত্র দুটি ছিল লক্ষ্যে, ওই দুটি থেকেই গোল আসে। আর অঁজির সাত শটের দুটি ছিল লক্ষ্যে। যার একটি থেকে গোল আসে।
ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় অঁজি। মাঝমাঠে মার্কো ভেরাত্তির পা থেকে বল কেড়ে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণ শানায় তারা। বুফালের ছয় গজ বক্সের মুখে বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে পাঠান ফুলগিনি।
বিরতির পর ৬৮তম মিনিটে ইকার্দির উদ্দেশ্যে ক্রস বাড়ান এমবাপ্পে। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে সেটা ফেরান গোলরক্ষক। ওই কর্নারের পর ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে সমতা টানেন পর্তুগিজ মিডফিল্ডার পেরেইরা।
এরপর শেষ দিকে ৮৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন এমবাপ্পে। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
লিগ ওয়ানে ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁস ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।