খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

ভুল শুধরে নতুন সূচি দিল উয়েফা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে। যেখানে লিওনেল মেসির পিএসজি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ পড়ায় সমর্থকেরা দারুণ একটা দ্বৈরথের ক্ষণ গণনা শুরু করে দিয়েছিল।

কিন্তূ না! পরক্ষণেই ঘোষণা আসে, ট্যাকনিকাল কারণে শেষ ষোলোর ড্র ভুল হয়েছে। কিছুক্ষণ পর আবারও অনুষ্ঠিত হবে নতুন করে। পুনরায় ড্র অনুষ্ঠিত হোলে তাতে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক মেসি-রোনালদো ভক্তদের। এবার আর দু’দলের মুখোমুখি হতে হচ্ছে না।

প্রথমে যে ড্র বাতিল করা হয় তাতে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ছিল আতলেতিকো মাদ্রিদ। নতুন ড্রয়ে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতে হবে আতলেতিকোকে।

প্রথমে যে ড্র হয় সেখান থেকে ঠিক আছে শুধু চেলসি এবং লিলে’র ম্যাচ। বাকিসব গেল সব গেলো উল্টে। নতুন ড্র’তে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে স্পোর্টিং সিপি’র। এতে করে কঠিন বাস্তবতার মুখে পড়ল রিয়াল আর পিএসজি। কেন না দুই দলের একদলকে বাদ পড়তে হবে কোয়ার্টারে ওঠার আগে।

দেখে নেয়া যাক ড্র’তে শেষ ষোলয় কে কার প্রতিপক্ষ

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-রিয়াল মাদ্রিদ

আরবি সালজবার্গ-বায়ার্ন মিউনিখৎ

স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-আয়াক্স

চেলসি-লিলে

অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

ভিয়ারিয়াল-জুভেন্তাস

ইন্টারমিলান-লিভারপুল

শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ।