এখন পর্যন্ত নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ২১ টি সেঞ্চুরির মধ্যে ৫ টি সেঞ্চুরি করেছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ২০১২ সালে বরিশালের জার্সিতে বিপিএলে অভিষেক হয় ক্রিস গেইলের।
বিপিএলে প্রায় প্রতিটি মৌসুমে ক্রিস গেইলের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপিএলে একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তবে সময় ফুরিয়ে এসেছে ক্রিস গেইলের। শেষবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে আসছেন ক্রিস গেইল।
জানা গেছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শেষ বারের মত বিপিএল খেলতে আসছেন ক্রিস গেইল। ২০২২ বিপিএলে বড় ধরনের চমক আনতে যাচ্ছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি আখতার গ্রুপ।
ইতিমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে আক্তার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লেয়ার্স ড্রাফটে আগে দলের কোচিং স্টাফ চূড়ান্ত করছে চট্টগ্রাম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করেবে পল নিক্সন।
এবার পরামর্শক হিসেবে আনতে চায় পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতারকে। ফাস্ট বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইটকে নিশ্চিত করেছে তারা।