খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

কোহলি ও রাহানে বাদ, ভারতের ওডিআই অধিনায়ক রোহিত শর্মা

ভিরাট কোহলি নয়, আসন্ন দক্ষিন আফ্রিকা সফরে ভারত দলের নেতৃত্ব দিবেন রোহিট শর্মা। আজ বিসিসিআই দক্ষিন আফ্রিকা দলের জন্য স্কোয়াড ঘোষণা করেন। তারপরই জানা যায়, এখন থেকে শুধু টি২০ নয়, একদিনের ম্যাচেও ভারত দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা।

গত টি২০ বিশ্বকাপের আগে ভিরাট কোহলি জানান, বিশ্বকাপের পর তিনি টি২০ দলের নেতৃত্ব ছেড়ে দিবেন। নিজের ব্যাটিং এ আরো বেশি মনোনিবেশ করার জন্য এই সিদ্ধান্ত নেন। তখনই বোর্ডের ভিতর গুঞ্জন উঠেছিল একদিনের ম্যাচেও তাকে নেতৃত্ব থেকে সরানোর জন্য। সাদা বলের দুই ধরনের ক্রিকেটেই এক অধিনায়ক রাখতে চেয়েছিল বোর্ডের সেই অংশ। তবে পরবর্তীতে আবার তা ঝিমিয়ে পড়ে।

কিন্ত কিছুদিন আগে আবার সেরকম গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্ত আগামী ১ বছর ভারতের এক দিনের ম্যাচ দুই অংকের নিচে। তাই কেউ গুরুত্ব দেয়নি সেই ব্যাপারে। কারন সবার লক্ষ্য ছিল আগামী ট২০ বিশ্বকাপ। কিন্ত আজকের ঘোষণায় বোঝা গেল, ভিতরে ভিতরে বোর্ড এই ব্যাপারে ভেবে যাচ্ছিল।

২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ। নতুন অধিনায়ক যেন এখন থেকেই তার প্রস্ততি নিতে পারে, সেজন্য এখনি অধিনায়ক পরিবর্তন করা হলো। টি২০ বিশ্বকাপের জন্য এক বছরও সময় নেই। তারপর আরো ১ বছরের ভিতরেই ৫০ ওভারের বিশ্বকাপ। তাই অল্প সময়ের অতি চাপ নেয়ার বদলে এখন থেকেই ধীরে সুস্থে পরিকল্পনা করতে পারবে রোহিত।

এদিকে টেস্টেও আপডেট রয়েছে রোহিতের জন্য। কিছুদিন ধরেই আজিঙ্কা রাহানের টেস্ট ফর্ম ভালো যাচ্ছিল না। আজ টেস্ট সহ-অধিনায়কের পদ থেকে রাহানেকেও সরানো হয়েছে। এখন থেকে টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি এর সাথে সহ-অধিনায়ক থাকবেন রোহিত শর্মা।