আসন্ন যুব এশিয়া কাপ এবং যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ২০২০ বিশ্বকাপজয়ী সদস্য রাকুবুল হাসান কে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়। দলে রাকিবুল ছাড়াও আরো দুই জন বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় রয়েছে। তারা হলেন তানজিম হাসান ও প্রান্তিক নওরোজ। এর মধ্যে প্রান্তিককে সহ-অধিনায়ক করা হয়েছে।
এর আগে বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের অধিনায়ক ছিল মেহরাব হাসান। কিন্ত শ্রীলংকার সাথে ভরাডুবির পর গত বিশ্বকাপের রাকিবুল ও তানজিম কে দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়। প্রান্তিক আগের থেকেই দলে ছিলেন। রাকিবুল তার প্রথম এসাইনমেন্ট ভারত অনূর্ধ ১৯ বি দলের ভিতর সিরিজ জিতে আজ।
যুব দলের এশিয়া কাপ শুরু হয়ে ২০ ডিসেম্বর। বাংলাদেশ দলের প্রথম খেলার ২৩ ডিসেম্বর নেপালের বিরুদ্ধে। এরপর ২৫ তারিখ কুয়েত ও ২৮ তারিখ শ্রীলংকার বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-এ তে।
যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জানুয়ারীতে। এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। কোয়ারান্টাইন ইস্যুতে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফিক্সচার দেখতে পারবেন এই লিংক থেকে।
এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল:
রকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লা আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাইম, মুসফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, নাইমুর রহমান
রিজার্ভ: আহসান হাবীব, জিশান আলম
স্ট্যান্ডবাই: মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া