বৃষ্টিভেজা ম্যাচ। আজ চতুর্থ দিনের খেলাটাই যা অনুষ্ঠিত হলো। প্রথম দিন খেলা হয়েছে ৩৩ ওভার কম। পুরো তিনটি দিনই বলা যায় গেছে বৃষ্টির পেটে। এমন ম্যাচেও করুন পরাজয়ের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ।
পাকিস্তানি ব্যাটাররা দ্রুত ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিং করতে ছেড়ে দেয়ার পরই যেন পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। এক পাকিস্তানি স্পিনার সাজিদ খানকে মোকাবেলা করতেই নাভিঃশ্বাস উঠলো ব্যাটারদের।
পাকিস্তানি এই অফব্রেক বোলারের সামনে একে একে উইকেট হারিয়ে করুন দশা এখন বাংলাদেশের। ৭১ রান তুলতেই ৭টি উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। দিন শেষ করেছে ৭৬ রান নিয়ে। এখনও ২২৪ রান পিছিয়ে বাংলাদেশ। ২৩ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম শূন্য রানে।
যে উইকেটে সাকিব, তাইজুল, মিরাজরা বল ঘোরাতে ব্যর্থ হলেন, সেই উইকেটেই বাংলাদেশের ব্যাটারদের সামনে রীতিমত ত্রাস হিসেবে আবির্ভূত হলেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। একাই ৬ উইকেট নিলেন তিনি। বাকিজন হলেন রানআউট।
সাকিবই এখন যা ভরসা বাংলাদেশের। ২৩ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন। শেষ দিন যদি তিনি কিছুটা প্রতিরোধ গড়তে পারেন, যদি বাংলাদেশ ফলোঅনে না পড়ে, তাহলে ম্যাচ বাঁচানোর একটা সম্ভাবনা থাকবে। না হয়, মাত্র দুই-আড়াই দিনের ম্যাচেও করুন পরাজয় বরণ করতে হতে পারে টাইগারদের।