খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার এখন ঢাকায়

এক বিদেশি, মালির সোলেমান দিয়াবাতেকে নিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভিসা সংক্রান্ত জটিলতায় বাকি তিন বিদেশির আসতে বিলম্ব হওয়ায় সাদাকালোরা একজন দিয়েই মৌসুমের প্রথম টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নিয়েছিল।

তবে মোহামেডানভক্তদের জন্য খুশির খবর হলো আরোা এক বিদেশি ঢাকায় চলে এসেছেন। সেন্ট্রারব্যাক পজিশনের এই খেলোয়াড়ের নাম জাসমিন মেসিনোভিচ। মেসিডোনিয়ার ২৩ বছর বয়সী এই ফুটবলার সামলাবেন সাদাকালোদের রক্ষণ।

উত্তর মেসিডোনিয়ার মেসিনোভিচ নিজ দেশের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। মোহামেডানে নাম লেখানোর আগে নিজ দেশের প্রথম সারির দল এফসি স্ট্রুগায় সর্বশেষ খেলেছেন। এর আগে হাঙ্গেরি, মালদোবা, কসোভো, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লিগের বিভিন্ন পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে তার।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ও ফুটবল দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স জাগো নিউজকে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছেছেন মেসিডোনিয়ান ডিফেন্ডার জাসমিন। তবে বৃহস্পতিবারের ম্যাচে তাকে খেলানো হবে না। দীর্ঘ ভ্রমণে ক্লান্ত তিনি।’

জাসমিন ছাড়াও অস্ট্রেলিয়ার রিয়ান ডন অ্যারন জনকে নিয়েছে সাদাকালোরা। অ্যারন এবং আগে খেলা নাইজেরিয়ান অবি মনেকে আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবেন।

অ্যারন জন অস্ট্রেলিয়া বয়সভিত্তিক দলে খেলেছেন। ২২ বছর বয়সী এই সেন্টারব্যাক সর্বশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন সার্কাসের হয়ে।