খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

আইপিএল ২০২২ঃ সম্পূর্ণ রিটেনশন লিস্ট

গতকাল শেষ হয়েছে খেলোয়াড় রিটেনশনের সময়। সন্ধ্যার পর ফ্রাঞ্চাইজিগুলো থেকে বোর্ডের কাছে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়া হয়েছে। রাতেও বিসিসিআই তা প্রকাশ করেছে।

রিটেনশনের প্রায় বেশিরভাগ তালিকাই সবার জানা ছিল। তবুও শেষ মূহুর্ত পর্যন্ত কয়েকটি বড় নাম নিয়ে উত্তেজনা ছিল। তবে সব উত্তেজনা শেষ হলেও কিছু নামি খেলোয়াড় নিলামে চলে যাচ্ছেন। যেমন, লোকেশ রাহুল, বেন স্টোকস, জফরা আর্চার, কাগিসো রাবাদা, শুভমান গিল, ঈশান কিষান এবং আরো অনেকে।

৮ ফ্রাঞ্চাইজির মধ্যে চেন্নাই, দিল্লী, মুম্বাই ও কলকাতা ৪ জন করে খেলোয়াড় ধরে রেখেছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং রাজস্থান ধরে রেখেছে ৩ জন করে খেলোয়াড় এবং পাঞ্জাব ২ জন খেলোয়াড় ধরে রেখেছে।

দেখে নিন সম্পূর্ণ লিস্ট।

চেন্নাই সুপার কিংস

১. রবীন্দ্র জাদেজা – ১৬ কোটি
২. এমএস ধোনি – ১২ কোটি
৩. মঈন আলী – ৮ কোটি
৪. রুতুরাজ গোয়াড়িকর – ৬ কোটি

কলকাতা নাইট রাইডার্স

১. আন্দ্রে রাসেল – ১২ কোটি
২. ভরুন চক্রবর্তী – ৮ কোটি
৩. ভেঙ্কটেশ আইয়ার – ৮ কোটি
৪. সুনীল নারাইন – ৬ কোটি

দিল্লী ক্যাপিট্যালস

১. রিসভ প্যান্ট – ১৬ কোটি
২. অক্ষয় প্যাটেল – ৯ কোটি
৩. পৃথ্বী শ – ৭.৫ কোটি
৪. অর্নিচ নর্টকে – ৬.৫ কোটি

মুম্বাই ইন্ডিয়ান্স

১. রোহিত শর্মা – ১৬ কোটি
২. জসপ্রিত বুমরাহ – ১২ কোটি
৩. সুরিয়াকুমার যাদব – ৮ কোটি
৪. কাইরন পোলার্ড – ৬ কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

১. ভিরাট কোহলি – ১৫ কোটি
২. গ্লেন ম্যাক্সওয়েল – ১১ কোটি
৩. মোহাম্মদ সিরাজ – ৭ কোটি

সানরাইজার্স হায়দ্রাবাদ

১. কেন উইলিয়ামসন – ১৪ কোটি
২. উমরান মালিক – ৪ কোটি
৩. আব্দুল সামাদ – ৪ কোটি

রাজাস্থান রয়্যালস

১. সাঞ্জু স্যামসন – ১৪ কোটি
২. জস বাটলার – ১০ কোটি
৩. জসওসবি জয়সোয়াল – ৪ কোটি

পাঞ্জাব কিংস

১. মায়াঙ্ক আগারওয়াল – ১২ কোটি
২. আর্শদীপ সিং – ৪ কোটি

মেগা নিলামে এ যে দল যত রুপি খরচ করতে পারবেঃ