খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

সেমিফাইনালের আগে জ্বরে আক্রান্ত রিজওয়ান ও শোয়েব মালিক

আর কয়েক ঘন্টা পরেই পাকিস্তান ও অষ্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল। কিন্ত এখনো পাকিস্তান জানে না দলের অন্যতম দুই সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক খেলতে পারবে কিনা। কারন দুজনই জ্বরে আক্রান্ত।

বুধবার ঘুম থেকে উঠার পরেই তারা তাদের শরীরে জ্বর অনুভব করেন। তবে এর মাঝে স্বস্তির খবর হলো দুজনই করোনা টেস্টে নেগেটিভ এসেছেন। তবে এখনো যেহেতু জ্বর কমে নি, তাই কেউই তাদের খেলার নিশ্চয়তা দিচ্ছে না।

এদিকে যদি তারা খেলতে না পারেন, তাহলে তাদের বদলে সরফরাজ আহমেদ ও হায়দার আলী একাদশে ঢুকতে পারেন। সে মানসিকতা নিয়েই তারা অনুশীলন করে গিয়েছে। যদিও দলের ডাক্তার তাদের বিশ্বামের পরামর্শ দিয়েছে, কিন্ত এমন মহারনের আগে পাকিস্তান সম্ভবত সব কিছুই চেষ্টা করবে তাদের সেরা দুইজন ব্যাটারকে খেলানোর জন্য। সেক্ষেত্রে বাবর আজমের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফখর জামানকে।

পাকিস্তান ও অষ্ট্রেলিয়া এখন পর্যন্ত ২২টি টি২০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১৩টি এবং অষ্ট্রেলিয়া জয়ী ৯টি ম্যাচে।