আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের টি২০ দল ঘোষণা করেছে ভারতের অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি। দলে জায়গা পায়নি হার্দিক পান্ডিয়া। গুঞ্জন রয়েছে, হার্দিক পান্ডিয়া একমাত্র খেলোয়াড় যাকে অবসর বা অন্য কোন কারনে এড়ানো হয় নাই, সরাসরি বাদ দেয়া হয়েছে।
ফিটনেসের সমস্যার কারনে বিশ্বকাপের আগের থেকেই দুশ্চিন্তা ছিল হার্দিককে নিয়ে। তবুও অধিনায়ক ভিরাট কোহলির চাওয়াতে ৬নং ব্যাটসম্যান হিসেবে তাকে দলে নেয়া হয়। কিন্ত বিশ্বকাপে তেমন কোন ইম্প্যাক্ট করতে পারেননি হার্দিক। তাছাড়া ব্যাক ইনজুরির সমস্যার কারনে নিয়মিত বল হাতেও দেখা যায়নি তাকে। ৫ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে বল করতে পেরেছেন ছোট পান্ডিয়া।
বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংঃ
ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক | |
৫ | ৩ | ৬৯ | ৩৫* | ৩৪.৫ | ১৫৩.৩৩ |
বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বোলিংঃ
ম্যাচ | ইনিংস | ওভার | রান | উইকেট | ইকোনোমি |
৫ | ২ | ৪ | ৪০ | ০. | ১০. |