খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অষ্ট্রেলিয়া

[রিফ্রেশ করুন]

জ্বী, ঠিকই শুনেছেন। ২৪ বছর পর পাকিস্তান সফর যাবে অষ্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এমনিতেই অনেক বছর ধরে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ আছে ক্রিকেট দলগুলোর, অষ্ট্রেলিয়া সর্বশেষ গিয়েছিল আরো আগে।

সর্বশেষ অষ্ট্রেলিয়া পাকিস্তান সফরে গিয়েছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। সেই সিরিজ ক্রিকেট পাগলদের কাছে পরিচিত মার্ক টেলর এর অপরাজিত ৩৩৪ রানের সৌজন্যে। সেবার অষ্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছিল ১-০ তে যা ১৯৫৯-৬০ এর পর কোন অষ্ট্রেলিয়া দলের পাকিস্তানে সিরিজ জয়।

এবার ২৪ বছর পর আগামী মার্চে পাকিস্তানে আসবে অষ্ট্রেলিয়া। সিরিজে ৩টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ১টি টি২০ ম্যাচ খেলা হবে। টেস্ট ম্যাচগুলো হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি’তে।

টেস্ট ম্যাচ দিয়ে করাচিতে মার্চের ৩ তারিখ থেকে খেলা শুরু হবে। এরপর হবে একদিনের ম্যাচের সিরিজ। আর একদিনের ম্যাচগুলো থাকবে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড সুপারলীগের অংশ হিসেবে।