খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

বার্সেলোনা’র নতুন কোচ জাভি হার্নান্দেজ

বার্সা সমর্থকদের অনেক দিনের আশা ছিল বার্সার ঘরের ছেলে জাভি বার্সার কোচ হবেন। এর আগে অবশ্য গত বছর অনানুষ্ঠানিকভাবে বার্সা প্রস্তাব দিয়েছিল জাভিকে। কিন্ত বিনয়ের সাথে জাভি না করেছিলেন। তবে বার্সার বর্তমান কোচ রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার খবর প্রচারের সাথে সাথে পুরোনো গুঞ্জন আবার জোরেশোরে উঠে। সর্বশেষ কাতারের ক্লাব আল-সাদ যখন জানালো জাভি’কে তারা ছেড়ে দিয়েছেন, তখন প্রায় নিশ্চিত হয়ে যায় সবাই যে বার্সার কোচ হিসেবে ফিরছেন তাদের প্রিয় জাভি হার্নান্দেজ।

আড়াই মৌসুমের জন্য চুক্তি হয়েছে জাভির সাথে বার্সেলোনার। অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত চুক্তি জাভি-বার্সার। আর ফলাফলের উপর যে চুক্তি বাড়ে-কমে, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে খেলোয়াড় হিসেবে প্রায় ২৪  বছর জাভি বার্সাকে যা দিয়েছেন, কোচ হিসেবে যদি তার অর্ধেকও দেন, তবুও বর্তমান সময় থেকে বার্সা অনেক অনেক ভালো অবস্থায় থাকবে। তবে বার্সায় এসে জাভি পাচ্ছে না দীর্ঘদিনের বন্ধু, সহখেলোয়াড় সুয়ারেজ কিংবা মেসি’কে।

তবুও আশা করতে পারি, জাভি বার্সার পুরোনো সৌন্দর্য ফিরিয়ে দিতে আন্তরিক চেষ্টা করে যাবেন। শুভ কামনা জাভি হার্নান্দেজ।