খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

জিম্বাবুয়ের সাথে শেষ দুই টি২০তে তিন পরিবর্তন জানালো বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের শেষ দুই ম্যাচের জন্য তিনটি পরিবর্তন করে দল ঘোষণা করেছে বিসিবি। বিইবি সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দল সম্পর্কে জানায়। এছাড়াও নির্বাচক আব্দুর রাজ্জাক দল সম্পর্কে নিজেদের জবাবদিহি প্রকাশ করেন।

দল থেকে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব। তাদের বদলে এসেছেন সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। সৌম্য ইনজুরি থেকে ফেরায়, ইমনের বদলে তিনি দলে অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া সাকিব ছুটি থেকে দলে ফেরায় আফিফ বাদ পড়েছেন। তবে ইমন ও আফিফ বিসিবি’র টি২০ সিস্টেমের মধ্যেই আছেন, জানিয়েছেন আব্দুর রাজ্জাক।

এছাড়া দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে শরিফুল ইসলামকে। সে জায়গায় দলে আনা হয়েছে আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমান;কে। মুস্তাফিজের আইপিএল এনওসি ছিল ২ মে পর্যন্ত। এরপর তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। এখন তাকে আবার দলের মধ্যে নিয়ে আসা হয়েছে। মুস্তাফিজ এবারের আইপিএল এ ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন।

বাংলাদেশের বর্তমান স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।