বিশ্বকাপের জন্য বিমানে উঠার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করলেন তাদের ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ও ক্লুজনারের পারস্পরিক সমঝোতার মাধ্যমে পদত্যাগ গৃহীত হলো।
ক্লুজনারের এজেন্টের মতে, বিশ্বের অন্য জায়গায় জড়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লুজনার। ফলে জিমাবুয়ে জাতীয় দলকে পরিপূর্ণ সময় দেয়া তার পক্ষে সম্ভব ছিল না। অন্যদিকে আগেই জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা টি২০ লীগে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লুজনার। তবে গামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য লীগের জন্য এতো আগেই বিশ্বকাপের সময় দলের দায়িত্ব কেন ছাড়তে হলো, সে ব্যাপারে কোন তথ্যই জানায়নি কেউ।
ক্লুজনার ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিম্বাবুয়ের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। এরপর তিনি ২০১৮ থেকে ২০২১ টি২০ বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তান দলের প্রধান কোচ ছিলেন। এরপর গত মার্চে আবার জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে ফিরেছেন। ফিরে এবার বাংলাদেশকে সিরিজ হারানো ছাড়াও অষ্ট্রেলিয়ার মাটিতে তাদেরকেই হারিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিশ্বকাপে কোয়ালাইফাইয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লুজনারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।