প্রথমে মোহাম্মদ সাইফউদ্দিন, এরপর সাকিব আল হাসান আর সবশেষ চোটে পড়েছেন উইকেট রক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। রিজার্ভ বেঞ্চে একজনসহ মোট ১৬ জনের দল নিয়ে আশা বাংলাদেশ দল এখন কার্যত পরিণত হয়েছে ১৩ জনে।
এই ১৩ জনের মধ্য থেকেই নির্বাচন করতে হবে সেরা এগারো। এই আসরে এখনও একটি ম্যাচও খেলা হয়নি শামিম পাটোয়ারি এবং রুবেল হোসেনের।
সাকিবের না থাকাটা দলের জন্য কতটা ক্ষতি হয়ে গেল সেটা উপলব্ধি করেছেন কোচ রাসেল ডমিঙ্গো। সাকিব ছাড়াও দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলা হচ্ছে না উইকেট রক্ষক-ব্যাটসম্যান সোহানের।
সাকিবের বদলে এখন দলে নিতে হবে অল-রাউন্ডার কাউকে। সেক্ষেত্রে অপশন শুধুই শামিম পাটোয়ারি। ডমিঙ্গো সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিয়ে বলেছেন, “সাকিব না থাকা অবশ্যই বড় ক্ষতি। দলের ভারসাম্যের জন্য বড় ক্ষতি। সে না খেললে একজন বোলার বা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হয়। কিংবা অনিয়মিত বোলার নিয়ে খেলতে হয়। কালকের (২ নভেম্বর) ম্যাচ খেলার মতো ফিট হবে না সোহান। শামীম ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান, থাকবে একাদশে।।”
সোহানকে বাদে দল পরিণত হয়েছে ১৩ জনে। ডমিঙ্গো মনে করছেন দলে যথেষ্ট খেলোয়াড় রয়েছে, এর বেশি প্রয়োজন নেই, “আমরা এখানে দুজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে এসেছে, দুজন বাড়তি পেসার নিয়ে এসেছি, একজন অফস্পিনার ও দুজন উইকেটরক্ষক নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি শেষ দুই ম্যাচের জন্য আমাদের যথেষ্ট ব্যাকআপ আছে। এর চেয়ে বেশি ব্যাকআপ এর প্রয়োজন নেই।”