বেশ কয়েক বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলতে গেলেন বাংলাদেশের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান। তবে পুরো টুর্নামেন্টের জন্য তিনি যাননি। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি জাতীয় দলে ফেরত যাওয়ার কারনে তার বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে খেলবেন সাকিব। তবে শামসি ২১ সেপ্টেম্বর গেলেও আগে জানা থাকায় টুর্নামেন্টের আগেই সাকিবের সাথে চুক্তি করে রেখেছিল গায়ানা। দেখে নেই এবারের সিপিএল এ সাকিবের পারফরম্যান্স।