খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

ভারতের সেমি-ফাইনালে উঠার সমীকরণ

ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ছিল দুই দলের জন্য ডু অর ডাই ম্যাচ। ভারত হেরে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকেই পড়লো। বাকি ম্যাচ গুলো আনুষ্ঠানিকতার অংশগ্রহণ মাত্র। তবে আপনি যদি ভাবেন, ক্রিকেটে যেকোন কিছুই ঘটতে পারে, কিংবা আপনি যদি খুব কল্পনাপ্রবণ থাকেন, তবে এখনো ভারতের জন্য সেমি-ফাইনালে যাওয়ার রাস্তা রয়েছে। চলুন দেখে নিই কীভাবে ভারত সেমি-ফাইনালে যেতে পারে। আমরা আর এজন্য কষ্ট করলাম না। সরাসরি উঠিয়ে দিচ্ছি প্রথম আলো থেকে।

ভারত:
২ ম্যাচ, ০ পয়েন্ট
নেট রানরেট: -১.৬০৯

যা করতে হবে: প্রায় অলৌকিক কিছু।

নিজেদের তিনটি ম্যাচ জিততে হবে। নিজেদের নেট রানরেট যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে। আফগানিস্তানকে অনেক বড় ব্যবধানে হারাতে হবে যেন আফগানদের রানরেট কমে যায়। এ ছাড়া আশা করতে হবে, ৭ নভেম্বর যেন আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারালেও খুবই অল্প ব্যবধানে হারায়।

আর আফগানরা যদি ৭ নভেম্বর সে কাজ করতে না পারে, তবে আশা করতে হবে স্কটল্যান্ড বা নামিবিয়া যেন সে কাজটা আগেই করে রাখে, অর্থাৎ নিউজিল্যান্ডকে হারায়। মানে, স্কটল্যান্ড ও নামিবিয়ার কেউ কিউইদের হারাতে পারলেই ভারতের জন্য বেশি সুবিধা।

আর এসব সমীকরণ না মিললে ৮ নভেম্বর নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার।