অষ্ট্রেলিয়ার টি২০ এবং ওডিআই অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। চলতি নিউজিল্যান্ড সিরিজই আন্তর্জাতিক একদিনের ম্যাচের তার শেষ সিরিজ। সেই মোতাবেক, আগামীকাল তিনি শেষবারের মত ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ খেলবেন। ফিঞ্চ অষ্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি একদিনের ম্যাচ খেলেছেন যার ৫৪টিতে তিনি অধিনায়ক ছিলেন। তবে টি২০ ম্যাচ খেলা এবং টি২০ অধিনায়কত্ব চালিয়ে যাবেন।
২০১৩ সালে অভিষিক্ত হওয়া ফিঞ্চ ১৭টি শতক ও ৩০টি অর্ধশতক সহ ৩৯.১৩ গড়ে ৫০৪১ রান করেছেন। তিনি অষ্ট্রেলিয়ার ২০১৫ ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য। তবে সাম্প্রতিককালে তার ফর্ম খারাপ যাচ্ছে।
কিছু অবিশ্বাস্য স্মৃতির সাক্ষী হওয়া সবসময়ই অসাধারণ। আমি খুবই ভাগ্যবান যে একটি ব্রিলিয়ান্ট দলের সদস্য ছিলাম। যাদের সাথে খেলেছি এবং যারা পিছনে ছিল, তাদের সাথে থাকতে পেরে আমি ভাগ্যবান মনে করি।
-অ্যারন ফিঞ্চ
ফিঞ্চ আরো বলেন, “এখনই সময় একজন নতুন অধিনায়ককে দায়িত্ব দেয়ার যাতে সে আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা করতে পারে। যারা এতোদিন আমার এই সফরে সহযোগিতা করেছেন, সবার জন্য কৃতজ্ঞতা।”
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেন, “৫০ওভারের ক্রিকেটে ফিঞ্চের যে এক্সপোনেন্ট এবং অধিনায়ক হিসেবে তার যে অবদান, সেজন্য অষ্ট্রেলিয়ার ক্রিকেটের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই।”