খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

সুন্দর ইনজুরড, ডাক পেলেন শাহবাজ

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন পশ্চিমবঙ্গের বামহাতি স্পিন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। মূলত ওয়াশিংটন সুন্দরের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজে ডাক পেলেন তিনি। ১৮ আগস্ট থেকে জিম্বাবুয়েতে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে।

গত ১০ আগস্ট ইংল্যান্ডে রয়্যাল লন্ডন কাপে খেলার সময় ওয়াশিংটন সুন্দর ইনজুরিতে পরেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিনি খেলতে পারবেন না। আজ বিসিসিআই এর ঘোষণায় তা নিশ্চিত হলো।

২৭ বছর বয়সী শাহবাজ ২৬টি লিস্ট এ ম্যাচ খেলে ৪৭.২৮ গড়ে ৬৬২ রান করেছেন। এর সাথে ৪.৪৩ ইকোনোমিতে ২৪ উইকেট নিয়েছেন। এছাড়াও গত ২ সিজন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এ খেলছেন।