খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা : কে এগিয়ে কে পিছিয়ে?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ সুপার লড়াই, মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

দুই দলের এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে? পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোট ১৬টি। তাতে দুই দলেরই জয় সমান, ৮টি করে।

তবে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে বড় ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ২০১৯ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল লঙ্কানরা।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে অবশ্য দুই দলই শুরু করেছে জয় দিয়ে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৫ উইকেটে। অস্ট্রেলিয়াও নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

তবে জয়-পরাজয়ের সেই হিসাব দূরে রেখে দুই দলের আরও কিছু পরিসংখ্যান একটিবার দেখে নেয়া যাক:-

দলীয় সর্বোচ্চ রান
অস্ট্রেলিয়া: ২৬৩/৩, ক্যান্ডি ২০১৬
শ্রীলঙ্কা: ১৯৮/৩, ক্যান্ডি ২০১১

দলীয় সর্বনিম্ন রান
অস্ট্রেলিয়া: ১৩৩/৮, পার্থ ২০১০
শ্রীলঙ্কা: ৮৭, ব্রিজটাউন ২০১০

সর্বোচ্চ রান
অস্ট্রেলিয়া: ৪৪৭, ডেভিড ওয়ার্নার
শ্রীলঙ্কা: ২৫২, তিলকারত্নে দিলশান

সেরা ইনিংস
অস্ট্রেলিয়া: ১৪৫*, গ্লেন ম্যাক্সওয়েল
শ্রীলঙ্কা: ১০৪*, তিলকারাত্নে দিলশান

সর্বোচ্চ উইকেট
অস্ট্রেলিয়া: ১৪, অ্যাডাম জাম্পা
শ্রীলঙ্কা: ১২, লাসিথ মালিঙ্গা

সেরা বোলিং ফিগার
অস্ট্রেলিয়া: ৪/২০, স্টুয়ার্ট ক্লার্ক
শ্রীলঙ্কা: ৬/১৬, অজন্থা মেন্ডিস