খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

প্লেয়ার্স ড্রাফটের আগের দিন বাদ পড়ল ঢাকার ফ্র্যাঞ্চাইজি

সোমবার, ২৭ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। সে অনুযায়ী দল গুছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া লিস্টে যে ছয়টি দল দেয়া হয়েছিল সেখানে একটি ছিল রুপা ফ্যাব্রিকস লিমিটেড এন্ড মার্ন স্টিল লিমিটেডের ‘ঢাকা স্টার্স’।

তবে জানা গেছে প্লেয়ার্স ড্রাফটের আগের দিন বাদ দেয়া হয়েছে ঢাকা স্টার্সের ফ্র্যাঞ্চাইজি রুপা গ্রুপকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস আরটিভি নিউজকে জানিয়েছেন, ‘পে অর্ডার জটিলতায় জটিলতায় বাদ দেয়া হয়েছে ঢাকা স্টার্সের ফ্র্যঞ্চাইজিকে।’

ফ্র্যঞ্চাইজিটি বিপিএলকে সামনে রেখে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছিল সৌম্য সরকারকে। এ নিয়ে জালাল ইউনুস কিছু না বলতে চাইলেও জানিয়েছেন, প্লেয়ার্স ড্রাফটে দলটির হয়ে যেতে পারেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।