বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সাব্বির খান পদত্যাগ করেছেন। প্রায় দুই যুগ ধরে বোর্ডের সাথে কাজ করছেন সাবেক এই খেলোয়াড়। তার অধিনায়কত্বেই বাংলাদেশ অনূর্ধ ১৯ দল প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা নেয়।
গত ১১ নভেম্বর ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান এর কাছে পদত্যাগপত্র দেন সাব্বির খান। পরে রাতে তা গণমাধ্যম জানতে পারে।
এদিকে এই ঘটনা নিয়ে আরেকটি গুজব ছড়িয়ে পড়ে মিডিয়া পাড়ায়। বিশ্বকাপে শৃংখলতাবিরোধী কাজ করেছেন, এমন একটি অভিযোগ সাকিব আল হাসান জমা দিয়েছেন, এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। তবে ব্যাপারটি সম্পূর্ণ অজানা বলে জানিয়েছেন সাব্বির খান। তিনি বলেন,
‘সেই ১৯৯৯ সাল থেকে টানা কাজ করছি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদে মারাত্মক মানসিক চাপ নিতে হয়। এ কারণে আমার অনেক অসুস্থতা তৈরি হয়েছে। এসব বিবেচনায় গত মাসে সিইও এবং অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে জানাই, আমি কাজ চালিয়ে যেতে পারছি না। আকরাম ভাই আমাকে তিন মাস ছুটি নিতে বলেছিলেন। কিন্তু আমি সেটা না করে পদত্যাগ করেছি। আমাকে কেউ পদত্যাগ করতে বলেনি বা আমি কোনও অভিযোগ সম্পর্কে কিছু শুনিনি।’
সাব্বির খান ক্যারিয়ারে ৫৭টি প্রথম শ্রেনীর ম্যাচ এবং ৫১টি লিস্ট-এ ম্যাচ খেলেন।