অষ্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক টিম পেইন পদত্যাগ করেছেন। শুক্রবার হোবার্টে মিডিয়ার সামনে তিনি পদত্যাগের কথা জানান। অধিনায়ক হিসেবে টিম পেইন অষ্ট্রেলিয়াকে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এতে অষ্ট্রেলিয়া ১১টি ম্যাচে জিতেছে এবং ৮টি ম্যাচে হেরেছে। এছাড়া তার অধিনায়কত্বে অষ্ট্রেলিয়া ৪টি ম্যাচ ড্র করেছে।
মূলত যৌন হেনস্তার অভিযোগ উঠার কারনে পেইন পদত্যাগ করলেন। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। ৪ বছর আগে যৌন হেনস্তা এবং অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ করেন তাসমানিয়ার সাবেক এক নারী ক্রিকেটার।
অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে। মাত্র ৩ সপ্তাহ বাকি রয়েছে সামনের অ্যাশেজ সিরিজের জন্য। তাই শীঘ্রই টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে ক্রিকেট অষ্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে অধিনায়কত্বের দৌড়ে প্যাট কামিন্স এগিয়ে আছেন।