খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

আইপিএল থেকে ব্যান হতে পারে লোকেশ রাহুল ও রশিদ খান

জ্বী, ঠিকই শুনেছেন। আইপিএল এর নিয়ম অনুসারে ব্যান হতে পারেন ভারতীয় দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল এবং লেগ স্পিনার রশিদ খান। তবে ব্যান হলেও তা শুধু মাত্র আইপিএল ২০২২ থেকে। ২০১৩ মৌসুম থেকে তারা আবার খেলতে পারবেন।

সমস্যাটা বাঁধিয়েছে এবারের নতুন দল লক্ষ্ণৌ। আইপিএল এর নতুন এ দল এবার লোকেশ রাহুলকে ২০ কোটি এবং রশিদ খানকে ১৬ কোটি রুপি অফার করেছে। ফলে এদুই খেলোয়াড় তাদের পূর্বের দলে থাকতে চাচ্ছে না। আইপিএল এর নিয়ম অনুসারে পুরোনো দলগুলো যাদের রিটেইন করবে তার মধ্যে প্রথম খেলোয়াড় ১৬ কোটি এবং দ্বিতীয় খেলোয়াড় ১২ কোটি রুপি পাবে। রাহুল আগেই তার দল পাঞ্জাব কিংস’কে জানিয়ে দিয়েছেন তিনি পাঞ্জাবে থাকছেন না। অন্যদিকে রশিদ খানের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের সমস্যা তৈরি হয়েছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দুই বিদেশি তারকা কেন উইলিয়ামসন ও রশিদ খানকে ধরে রাখতে চায়। কিন্ত এজন্য তারা কেন’কে ১ম খেলোয়াড় হিসেবে ১৬ কোটি এবং রশিদকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১২ কোটি রুপি দিতে চায়। কিন্ত রশিদ খান দ্বিতীয় খেলোয়াড় হিসেবে থাকতে চান না। এদিকে নতুন দল থেকে ১৬ কোটি টাকার অফার পেয়েছেন বলে জানা যায়।

আইপিএল এর প্রটৌকল অনুযায়ী ৩০ নভেম্বরের ভিতর জানাতে হবে কোন দল কাকে রিটেইন করবে। এর আগে নতুন দল কাউকে কোন প্রস্তাব দিতে পারবে না এবং খেলোয়াড়েরাও নতুন দুই দলের সাথে প্রস্তাব নিয়ে আলাপ করতে পারবে না। এর শাস্তি এক মৌসুমের নিষেধাজ্ঞা।

যদিও এখনো বিসিসিআই এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ যায়নি। তবে বিসিসিআই এর একজন অফিসিয়াল স্বীকার করেছেন তারা মৌখিক ভাবে অভিযোগ পেয়েছেন। যদি সমস্যার সুরাহা না হয়, তাহলে তারা অভিযোগ খতিয়ে দেখবে এবং প্রটৌকল অনুযায়ী সবাই শাস্তি পাবে।