খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

৮, ভারত বনাম পাকিস্তান – এশিয়া কাপ ২০২২

জানেন কি?

  • আবুধাবিতে সব ফরম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে ৩০টি ম্যাচের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে পাকিস্তান।

বিস্তারিতঃ

  • টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
  • ম্যাচঃ ৮ম টি২০, সুপার ফোর
  • তারিখঃ ০৪ সেপ্টেম্বর ২০২২ইং
  • ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

ম্যাচের তথ্যঃ

  • টসঃ পাকিস্তান, ফিল্ডিং।
  • রানঃ ভারত ১৮১/৭ বনাম পাকিস্তান ১৮২/৫।
  • ফলাফলঃ পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
  • ম্যান অব দ্যা ম্যাচঃ মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)।
স্কোরবোর্ড দেখতে ক্লিক করুন

ভারতঃ

  • সর্বশেষ ৫ম্যাচঃ জয়, জয়, জয়, জয়, জয়
  • স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান, অক্ষয় প্যাটেল।
  • ফল অব উইকেটঃ ৫৪/১ (রোহিত, ৫.১), ৬২/২ (রাহুল, ৬.১), ৯১/৩ (সূর্যকুমার ৯.৪), ১২৬/৪ (প্যান্ট, ১৩.৫), ১৩১/৫ (হার্দিক, ১৪.৪), ১৬৮/৬ (দীপক, ১৮.৪), ১৭৩/৭ (কোহলি, ১৯.৪)

পাকিস্তানঃ

  • সর্বশেষ ৫ ম্যাচঃ জয়, হার, হার, জয়, জয়
  • স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসমান কাদির, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, নাসিম শাহ, হাসান আলী ও মোহাম্মদ হাসনাইন।
  • ফল অব উইকেটঃ ২২/১ (বাবর আজম, ৩.৪), ৬৩/২ (ফখর জামান, ৮.৪), ১৩৬/৩ (নওয়াজ, ১৫.৩), ১৪৭/৪ (রিজওয়ান, ১৬.৫), ১৮০/৫ (আসিফ আলী, ১৯.৪)