বিস্তারিতঃ
- টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
- ম্যাচঃ ৭ম টি২০, সুপার ফোর
- তারিখঃ ০৩ সেপ্টেম্বর ২০২২ইং
- ভেন্যুঃ শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
ম্যাচের তথ্যঃ
- টসঃ শ্রীলংকা, ফিল্ডিং।
- রানঃ আফগানিস্তান ১৭৫/৬ বনাম শ্রীলংকা ১৭৯/৬।
- ফলাফলঃ শ্রীলংকা ৪ উইকেটে জয়ী।
- ম্যান অব দ্যা ম্যাচঃ রহমনুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
আফগানিস্তানঃ
- সর্বশেষ ৫ম্যাচঃ জয়, জয়, হার, জয়, জয়
- স্কোয়াডঃ মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসর জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।
- ফল অব উইকেটঃ 46-1 (Hazratullah Zazai, 4.5), 139-2 (Gurbaz, 15.3), 151-3 (Ibrahim Zadran, 17.2), 166-4 (Nabi, 18.4), 166-5 (Najibullah, 18.5), 175-6 (Rashid Khan, 20)
শ্রীলংকাঃ
- সর্বশেষ ৫ ম্যাচঃ জয়, হার, জয়, হার, হার
- স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, দাসুন গুনাতিলকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাতিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্ডো।
- ফল অব উইকেটঃ 62-1 (Kusal Mendis, 6.3), 80-2 (Pathum Nissanka, 8.6), 94-3 (Charith Asalanka, 11.3), 119-4 (Dasun Shanaka, 14.1), 151-5 (Danushka Gunathilaka, 16.4), 174-6 (Bhanuka Rajapaksa, 18.3)