বিস্তারিতঃ
- টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
- ম্যাচঃ ৬ষ্ঠ টি২০, গ্রুপ বি
- তারিখঃ ০২ সেপ্টেম্বর ২০২২ইং
- ভেন্যুঃ শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
ম্যাচের তথ্যঃ
- টসঃ হংকং, ফিল্ডিং।
- রানঃ পাকিস্তান ১৯৩/২ বনাম হংকং ৩৮।
- ফলাফলঃ পাকিস্তান ১৫৫ রানে জয়ী।
- ম্যান অব দ্যা ম্যাচঃ মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
পাকিস্তানঃ
- সর্বশেষ ৫ম্যাচঃ হার, হার, জয়, জয়, জয়
- স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসমান কাদির, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, নাসিম শাহ, হাসান আলী ও মোহাম্মদ হাসনাইন।
- ফল অব উইকেটঃ ১৩/১ (বাবর আজম, ২.৫), ১২৯/২ (ফখর জামান, ১৬.১)
হংকংঃ
- সর্বশেষ ৫ ম্যাচঃ হার, জয়, জয়, জয়, হার
- স্কোয়াডঃ নিজাকত খান (অধিনায়ক), কিঞ্চিত শাহ (সহ-অধিনায়ক), জিশান আলী, হারুন এরশাদ, মোহাম্মদ গজানফর, বাবর হায়াত, আফতাব হোসেন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), ইয়াসিম মুর্তজা, ধনঞ্জয় রাও, ওয়াজিদ শাহ, আয়ুস শুক্লা, অহন ত্রিবেদী ও মোহাম্মদ ওয়াহেদ।
- ফল অব উইকেটঃ 16-1 (Nizakat Khan, 2.1), 16-2 (Babar Hayat, 2.5), 19-3 (Yasim Murtaza, 4.5), 25-4 (Aizaz Khan, 6.2), 30-5 (Kinchit Shah, 7.3), 31-6 (Scott McKechnie, 7.5), 36-7 (Haroon Arshad, 8.6), 36-8 (Zeeshan Ali, 9.1), 38-9 (Ayush Shukla, 10.1), 38-10 (Mohammad Ghazanfar, 10.4)