ট্রিভিয়াঃ
- এ পর্যন্ত বাংলাদেশ আরব আমিরাতে ৬টি টি২০ খেলেছে এবং সবগুলো হেরেছে।
- এই পর্যন্ত মাত্র ১ বার ১৫০ রান নিতে পেরেছে। শ্রীলংকার বিরুদ্ধেই। (১৭১/৪)
- গত ১ বছরে ২ দলের ৫৩ ইনিংসের মধ্যে মাত্র ২ বার ওপেনিং পার্টনারশিপ ৫০ রান পার করেছে।
- টি২০ ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে এ পর্যন্ত ১২ বার সাক্ষাত হয়েছে। এর মধ্যে শ্রীলংকা জিতেছে ৮ বার এবং বাংলাদেশ ৪ বার।
বিস্তারিতঃ
- টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
- ম্যাচঃ ৫ম টি২০, গ্রুপ বি
- তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০২২ইং
- ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
ম্যাচের তথ্যঃ
- টসঃ শ্রীলংকা, ফিল্ডিং।
- রানঃ বাংলাদেশ ১৮৩/৭ বনাম শ্রীলংকা ১৮৪/৮।
- ফলাফলঃ শ্রীলংকা ২ উইকেটে জয়ী।
- ম্যান অব দ্যা ম্যাচঃ কুসল মেন্ডিস (শ্রীলংকা)
ম্যাচ পরিসংখ্যানঃ
- আবুধাবিতে বাংলাদেশের সর্বোচ্চ রান আজ।
- আবুধাবিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়।
- শ্রীলংকার ২য় সর্বোচ্চ রান তাড়া করে জয়। প্রথমটিও বাংলাদেশের বিরুদ্ধেই।
শ্রীলংকাঃ
- সর্বশেষ ৫ম্যাচঃ হার জয় হার হার হার
- স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, দাসুন গুনাতিলকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাতিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্ডো।
- ফল অব উইকেটঃ ৪৫/১ (Pathum Nissanka, ৫.৩), ৪৮/২ (Charith Asalanka, ৫.৬), ৬৭/৩ (Danushka Gunathilaka, ৭.৪), ৭৭/৪ (Bhanuka Rajapaksa, ৮.৫), ১৩১/৫ (Kusal Mendis, ১৪.৩), ১৩৯/৬ (Wanindu Hasaranga, ১৫.৩), ১৫৮/৭ (Dasun Shanaka, ১৭.৫), ১৭১/৮ (Chamika Karunaratne, ১৮.৫)
বাংলাদেশঃ
- সর্বশেষ ৫ ম্যাচঃ হার হার জয় হার হার
- একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
- বেঞ্চঃ এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন।
- ফল অব উইকেটঃ ১৯/১ সাব্বির, ২.৫), ৫৮/২ (মিরাজ, ৬.৫), ৬৩/৩ (মুশফিক ৭.৬), ৮৭/৪ (সাকিব, ১০.৩), ১৪৪/৫ (আফিফ, ১৬.৪), ১৪৭/৬ (রিয়াদ, ১৭.১), ১৫৯/৭ ( শেখ মেহেদী, ১৮.১)