খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

৪, ভারত বনাম হংকং – এশিয়া কাপ ২০২২

বিস্তারিতঃ

  • টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
  • ম্যাচঃ ৪র্থ টি২০, গ্রুপ এ
  • তারিখঃ ৩১ আগস্ট ২০২২ইং
  • ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

ম্যাচের তথ্যঃ

  • টসঃ হংকং, ফিল্ডিং।
  • রানঃ ভারত ১৯২/২ বনাম হংকং ১৫২/৫।
  • ফলাফলঃ ভারত ৪০ রানে জয়ী।
  • ম্যান অব দ্যা ম্যাচঃ সূর্যকুমার যাদব (ভারত)।
স্কোরবোর্ড দেখতে ক্লিক করুন

ভারত

  • সর্বশেষ ৫ম্যাচঃ জয়, জয়, জয়, জয়, হার
  • স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।
  • ফল অব উইকেটঃ ৩৮/১ (রোহিত, ৪.৫), ৯৪/২ (রাহুল, ১২.৬)

হংকং

  • সর্বশেষ ৫ ম্যাচঃ জয়, জয়, জয়, হার, জয়
  • স্কোয়াডঃ নিজাকত খান (অধিনায়ক), কিঞ্চিত শাহ (সহ-অধিনায়ক), জিশান আলী, হারুন এরশাদ, মোহাম্মদ গজানফর, বাবর হায়াত, আফতাব হোসেন, আতিক ইকবাল, আইজাজ খান, এহসান খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), ইয়াসিম মুর্তজা, ধনঞ্জয় রাও, ওয়াজিদ শাহ, আয়ুস শুক্লা, অহন ত্রিবেদী ও মোহাম্মদ ওয়াহেদ।
  • ফল অব উইকেটঃ ১২/১ (ইয়াসিম, ১.৬), ৫১/২ (নিজাকাত, ৬), ৭৪/৩ (বাবর, ১১.১), ১০৫/৪ (আইজাজ, ১৪.৫), ১১৬/৫ (কিঞ্চিত, ১৭.১)