বিস্তারিতঃ
- টুর্নামেন্টঃ নিউজিল্যান্ড টি২০ ট্রাই-সিরিজ ২০২২
- ম্যাচঃ ২য়, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
- তারিখঃ ৮ অক্টোবর ২০২২, বাংলাদেশ সময় বেলা ১২টা
- ভেন্যুঃ হ্যাগলি ওভাল, ক্রাইস্টার্চ
ম্যাচের তথ্যঃ
- টসঃ নিউজিল্যান্ড, ব্যাটিং
- রানঃ নিউজিল্যান্ড ১৪৭/৮ বনাম পাকিস্তান ১৪৯/৪।
- ফলাফলঃ পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
- ম্যান অব দ্যা ম্যাচঃ বাবর আজম (পাকিস্তান)।
নিউজিল্যান্ডঃ
- সর্বশেষ ৫ ম্যাচঃ হার, জয়, জয়, জয়, জয়
- স্কোয়াডঃ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান, জেমস নিশম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ড্যান ক্লিভার, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে
- ফল অব উইকেটঃ ১৬/১ (ফিন অ্যালেন, ২.২), ৭৭/২ (কনওয়ে, ১০.৬), ৮৮/৩ (উইলিয়ামসন, ১২.৬), ১৩০/৪ (গ্লেন ফিলিপ্স, ১৭.১), ১৩৭/৫ (নিশম, ১৮.২), ১৩৭/৬ (ব্রেসওয়েল, ১৮.৩), ১৪২/৭ (চাপম্যান, ১৮.৬), ১৪৪/৮ (সোধি, ১৯.৩)
পাকিস্তানঃ
- সর্বশেষ ৫ম্যাচঃ জয়, হার, হার, জয়, জয়
স্কোয়াডঃ মোহাম্মদ বাবর (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, আসিফ আলি, ইফতিকার আহমেদ, খুশদিল আহমেদ, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নেওয়াজ, মুহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রীদি, হারিস রউফ, নাসিম শাহ, হায়দার আলী, উসমান কাদির। - ফল অব উইকেটঃ ৩৬/১ (রিজওয়ান, ৪.৫), ৩৭/২ (মাসুদ, ৫.২), ৯৮/৩ (শাদাব, ১২.২), ১২৪/৪ (নওয়াজ, ১৬.৬)