খেলার খবর

খেলার ধূলায় মাখতে এসেছি

১, শ্রীলংকা বনাম আফগানিস্তান – এশিয়া কাপ ২০২২

বিস্তারিতঃ

  • টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
  • ম্যাচঃ ১ম টি২০, গ্রুপ বি
  • তারিখঃ ২৭ আগস্ট ২০২২ইং
  • ভেন্যুঃ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

ম্যাচের তথ্যঃ

  • টসঃ আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং নিয়েছে
  • রানঃ শ্রীলংকা ১০৫/১০ বনাম আফগানিস্তান ১০৬/২
  • ফলাফলঃ আফগানিস্তান ৮ উইকেটে জয়ী
  • ম্যান অব দ্যা ম্যাচঃ ফজলহক ফারুকী
স্কোরবোর্ড দেখতে ক্লিক করুন

শ্রীলংকাঃ

  • সর্বশেষ ৫ম্যাচঃ জয়, হার, হার, হার, হার
  • স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, দাসুন গুনাতিলকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাতিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্ডো।
  • ফল অব উইকেটঃ ৩-১ (কুশল মেন্ডিস, ০.৫), ৩-২ (চারিথ আসালাঙ্কা, ০.৬), ৫-৩ (পাতুম নিশাঙ্কা, ১.৬), ৪৯-৪ (দাসুন গুনাতিলকা, ৭.২, ৬০-৫ (ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৯.২), ৬৪-৬ (দাসুন শানাকা, ১০.১), ৬৯-৭ (ভানুকা রাজাপক্ষে, ১২.২), ৬৯-৮ (মহীশ তিকশানা, ১২.৩), ৭৫-৯ (মাতিশা পাতিরানা, ১৪.৬), ১০৫-১০ (চামিকা করুনারত্নে, ১৯.৪)
  • রান বাই ওভারঃ ৩, ২, ০, ১৩, ৩, ২০, ৮, ৫, ৫, ৫, ২, ২, ২, ৩, ২, ২, ১১, ৩, ৮, ৬।

আফগানিস্তানঃ

  • সর্বশেষ ৫ ম্যাচঃ হার, জয়, জয়, হার, হার
  • স্কোয়াডঃ মোহাম্মদ নবি (ক্যাপ্টেন), নাজিবউল্লাহ জাদরান, আফসর জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।
  • ফল অব উইকেটঃ ৮৩-১ (রহমনুল্লাহ গুরবাজ, ৬.১), ১০৩-২ (ইব্রাহিম জাদরান, ৯.২)
  • রান/ওভারঃ ১১, ৪, ১৬, ১০, ২১, ২১, ৩, ৮, ৮, ৩, ১