বিস্তারিতঃ
- টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
- ম্যাচঃ ১১তম টি২০, সুপার ফোর
- তারিখঃ ০৮ সেপ্টেম্বর ২০২২ইং
- ভেন্যুঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
ম্যাচের তথ্যঃ
- টসঃ আফগানিস্তান, ফিল্ডিং।
- রানঃ ভারত ২১২/২ বনাম আফগানিস্তান ১১১/৮।
- ফলাফলঃ ভারত ১০১ রানে জয়ী।
- ম্যান অব দ্যা ম্যাচঃ ভিরাট কোহলি (ভারত)।
ভারতঃ
- সর্বশেষ ৫ম্যাচঃ হার, হার, জয়, জয়, জয়
- স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান, অক্ষয় প্যাটেল।
- ফল অব উইকেটঃ ১১৯/১ (রাহুল, ১২.৪), ১২৫/২ (সূর্যকুমার, ১২.৬)।
আফগানিস্তানঃ
- সর্বশেষ ৫ ম্যাচঃ হার, হার, জয়, জয়, হার
- স্কোয়াডঃ মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসর জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।
- ফল অব উইকেটঃ 0-1 (Hazratullah Zazai, 0.4), 1-2 (Rahmanullah Gurbaz, 0.6), 9-3 (Karim Janat, 2.4), 9-4 (Najibullah Zadran, 2.6), 20-5 (Mohammad Nabi, 5.5), 21-6 (Azmatullah Omarzai, 6.5), 54-7 (Rashid Khan, 13.1), 87-8 (Mujeeb Ur Rahman, 17.4)।