বিস্তারিতঃ
- টুর্নামেন্টঃ এশিয়া কাপ ২০২২
- ম্যাচঃ ১০ম টি২০, সুপার ফোর
- তারিখঃ ০৭ সেপ্টেম্বর ২০২২ইং
- ভেন্যুঃ শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
ম্যাচের তথ্যঃ
- টসঃ পাকিস্তান, ফিল্ডিং
- রানঃ আফগানিস্তান ১২৯/৬ বনাম পাকিস্তান ১৩১/৯।
- ফলাফলঃ পাকিস্তান ১ উইকেটে জয়ী।
- ম্যান অব দ্যা ম্যাচঃ শাদাব খান (পাকিস্তান)
পাকিস্তানঃ
- সর্বশেষ ৫ম্যাচঃ
- স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসমান কাদির, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, নাসিম শাহ, হাসান আলী ও মোহাম্মদ হাসনাইন।
- ফল অব উইকেটঃ ১/১ (বাবর, ০.২), ১৮/২ (ফখর জামান, ৩.১), ৪৫/৩ (রিজওয়ান, ৮.৪), ৮৭/৪ (ইফতিখার, ১৫.৩), ৯৭/৫ (শাদাব, ১৬.২), ১০৫/৬ (নওয়াজ, ১৭.১), ১০৯/৭ (খুশদিল, ১৭.৬), ১১০/৮ (হারিস, ১৮.২), ১১৮/৯ (আসিফ, ১৮.৫)
আফগানিস্তানঃ
- সর্বশেষ ৫ ম্যাচঃ
- স্কোয়াডঃ মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসর জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি।
- ফল অব উইকেটঃ ৩৬/১ (গুরবাজ, ৩.৫), ৪৩/২ (জাজাই ৪.৫), ৭৮/৩ (করিম, ১১.২), ৯১/৪ (নাজিবুল্লাহ, ১৩.৬), ৯১/৫ (নবী, ১৪.১), ১০৪/৬ (ইব্রাহিম, ১৬.৩)