বছর শেষ হলো। সারা বছর কারা কেমন করেছে, এখন সেগুলা দেখার পালা। সেই পথেই বিখ্যাত ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে নির্বাচন করেছেন তার চোখে সেরা একাদশ এবং ক্রিকবাজ এ প্রকাশ করেছেন। দেখে নিবো আমরা কে কে আছেন তার একাদশে।
তবে প্রথমেই একটু বলে নেয়া যাক। ভোগলের একাদশে রয়েছে বেশ কয়েকটি চমক। তার দলে নেই বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে তার একাদশে নেই বাবর আজম। পাকিস্তানকে সেমিফাইনালে তোলা বাবরকে রাখতে পারেনি তার একাদশে। অবশ্য এ জন্য ভোগলে কে দায় দেয়া যায় না। কারন বাবর আজমকে প্রতিদ্বন্দিতা করতে হয়েছে ইংল্যান্ডের জস বাটলারের সাথে। বাটলারের দুর্দান্ত পারফরম্যান্সের কারনে বাবর তার জায়গা হারিয়েছেন। তবে বাবর আজম না থাকলেও হার্শার দলে ঠিকই আছেন বাবরের সতীর্থ এবং এই বছর একমাত্র হাজার রান করা মোহাম্মদ রিজওয়ান।
বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান সারা বছরেই ছিলেন ফর্মের তুঙ্গে। একমাত্র খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে করেছেন হাজারের অধিক রান। এই বছর যে কেউই রিজওয়ান কে সেরা একাদশে রাখবে, তা বলাই যায়।
তার একাদশে তিন নাম্বারে আছেন মিচেল মার্শ। পরীক্ষামূলকভাবে তিন নম্বরে উঠে আসলেও পারফরম্যান্সের কারনে তিন নম্বরে নিজেই জায়গাটা পাকাই করে ফেলেছেন মার্শ।
চারে আছেন মঈন আলী। এ বছর মঈন আলী তার ফর্মে আরেকটু বুস্ট করেছেন বলাই যায়। এরপর গ্লেন ম্যাক্সওয়েলও সারা বছর নিয়মিত পারফর্ম করে গেছেন।
এরপরে আছেন এন্ড্রে রাসেল ও সুনীল নারাইন। এন্ড্রে রাসেল নিয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। শেষ দিকে তার ঝড় দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন।
সুনীল নারাইন আছেন স্পিনার হিসেবে। তাছাড়া মাঝে মাঝে তার ব্যাটেও ঝড় দেখা যায়। প্রথমদিকে ব্যাটিং তেমন না করলেও প্রতি বছর তার ব্যাটিং এর জ্যোতি বাড়ছে।
রশিদ খান আছেন লেগস্পিনার হিসেবে। এক্ষেত্রে অবশ্য তাকে প্রতিযোগীতা করতে হয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে। অবশ্য শেষ পর্যন্ত আস্থার প্রতীক হিসেবে রশিদ খান জিতেছেন।
পেসার রয়েছেন শাহিন আফ্রিদি, আনরিখ নর্কিয়া ও যশপ্রিত বুমরাহ। সারা বছরই নিজেদের কাজটা ঠিকভাবে করে ফর্ম উজ্জল রেখেছেন এই তিনজন। ফর্মের ধারাবাহিকতার জন্য তাদের তেমন প্রতিযোগীতায় পড়তে হয়নি।
তবে ভোগলে শুধু একাদশ নয়, আরো ৪ জনের নাম সহ সম্পূর্ণ স্কোয়াড দিয়েছেন। তার স্কোয়াডে বাকি চার জন হলেন লোকেশ রাহুল, লকি ফার্গুসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং জনি বেয়ারস্টো।
খেলোয়াড় | দেশ |
---|---|
জস বাটলার | ইংল্যান্ড |
মোহাম্মদ রিজওয়ান | পাকিস্তান |
মিচেল মার্শ | অষ্ট্রেলিয়া |
মঈন আলী | ইংল্যান্ড |
গ্লেন ম্যাক্সওয়েল | অষ্ট্রেলিয়া |
এন্ড্রে রাসেল | ওয়েস্ট ইন্ডিজ |
সুনীল নারাইন | ওয়েস্ট ইন্ডিজ |
রশিদ খান | আফগানিস্তান |
শাহিন আফ্রিদি | পাকিস্তান |
আনরিখ নর্কিয়া | দক্ষিন আফ্রিকা |
যশপ্রিত বুমরাহ | ভারত |
বাকি চার জনঃ
খেলোয়াড় | দেশ |
লোকেশ রাহুল | ভারত |
লকি ফার্গুসন | নিউজিল্যান্ড |
ওয়ানিন্দু হাসারাঙ্গা | শ্রীলংকা |
জনি বেয়ারস্টো | ইংল্যান্ড |