আগামী আইপিএল এ নতুন দুটি দল যুক্ত হয়েছে। লক্ষৌন এবং আহমেদাবাদ। আর সে সূত্রে এবার অনুষ্ঠিত হবে মেগা অকশন। আর মেগা অকশন নিয়ে এখন ক্রিকেটের বাজার গরম। প্রতি দল ১ জন বিদেশি সহ ৪ জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। তাই কে থাকবে আর কে থাকবে না, সবার মুখেই এখন এই হিসেব-নিকেশ।
রিটেইন খেলোয়াড় আগামী ৩০ নভেম্বর এর মধ্যে জানাতে হবে, এরকমই নির্দেশ বিসিসিআই এর। আর তাই খেলোয়াড়দের সাথে দলগুলোর বোঝাপড়া চলছে। কী হতে যাচ্ছে দিল্লী ক্যাপিট্যালে?
এর আগে ক্রিকেট এনালিস্ট গৌরব সুন্দরমন জানিয়েছিলেন, এবার দিল্লী পৃথী শ্ব এবং রিসভ প্যান্ট কে রিটেইন করবে। বিদেশির মধ্যে এনরিচ নর্টকে থাকতে পারে। তবে চতুর্থ খেলোয়াড় কে হবে, সেটা এখনো নিশ্চিত না। তাদের হাতে অনেকগুলো অপশন আছে। অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান ইত্যাদি।
এদিকে আজ রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছে, তার মনে হয় দিল্লীতে তিনি কিংবা শ্রেয়াস আইয়ার, দুজনের কেউই থাকছে না। এর আগে কিছুটা সম্ভাবনা ছিল যে তিনি এবং শ্রেয়াস থাকলেও থাকতে পারেন। কিন্ত ৩৫ বয়স বয়সী এই খেলোয়াড়ের সাথে দিল্লীর কেউ কোন আলোচনা করে নি। যদি তারা ধরে রাখার লিস্টে থাকতো, তাহলে অবশ্য দল থেকে তাদের সাথে যোগাযোগ করতো। যেহেতু দলের কোন আলোচনা করেনি তাদের সাথে এবং দিল্লীর কাছে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, সো, তারা ধরে নিচ্ছেন তারা দলে থাকছেন না।
অশ্বিনের কথা ধরে মনে হচ্ছে, দিল্লীতে অধিনায়ক হিসেবে থাকবেন রিসভ প্যান্ট। গত আইপিএল এর প্রথমে শ্রেয়াস আইয়ার ইনজুরিতে পড়লে রিসভ দায়িত্ব নেন। এবং বড় ধরনের কিছু না ঘটলে তিনিই অধিনায়ক হিসেবে থাকছেন।